যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় অগ্রগতি, চূড়ান্ত চুক্তি শিগগিরই
প্রকাশিত: জুন ২৮, ২০২৫, ০১:০৭ দুপুর

ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক সংক্রান্ত চুক্তি চূড়ান্ত করতে আলোচনা অব্যাহত রেখেছে বাংলাদেশ। সর্বশেষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার। বিষয়টি নিশ্চিত করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচনায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ।
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (ইউএনসিটিএডি)-এর সাবেক বাণিজ্য নীতি প্রধান ড. খলিলুর রহমান বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের আলোচনা অত্যন্ত ইতিবাচক হয়েছে। উভয় দেশই দ্রুত চুক্তি চূড়ান্ত করতে আগ্রহী।”
সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত অতিরিক্ত ৩৭ শতাংশ শুল্ক থেকে মুক্তি পেতে চুক্তি করতে চায় বাংলাদেশ। ইতোমধ্যে চুক্তির একটি খসড়া প্রস্তাব ট্রাম্প প্রশাসন ঢাকা পাঠিয়েছে। বাংলাদেশ সেই খসড়ার ওপর মতামত পাঠিয়েছে ওয়াশিংটনে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে গত বৃহস্পতিবার ওয়াশিংটনে ড. খলিলুর রহমান এবং ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর)-এর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
দরকষাকষির এই প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আগামী ২৯ জুন, রবিবার দুই দেশের মধ্যে আরেক দফা বৈঠকের পর চুক্তির খসড়া চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ সরকার আশা করছে, চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের আরোপিত অতিরিক্ত শুল্ক হ্রাস করা সম্ভব হবে।
উল্লেখ্য, চলতি বছরের ২ এপ্রিল বাণিজ্য ঘাটতি কমাতে বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের পণ্যের ওপরও ৩৭ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়। তবে ৯ এপ্রিল সেই শুল্ক তিন মাসের জন্য স্থগিত করেন তিনি, যার মেয়াদ শেষ হবে আগামী ৮ জুলাই। যদিও সব দেশের পণ্যের ওপর অন্তত ১০ শতাংশ হারে শুল্ক কার্যকর রয়েছে।
বাংলাদেশের পণ্য বিশেষত তৈরি পোশাক খাতের জন্য এ চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। চুক্তি চূড়ান্ত হলে দেশের রপ্তানি খাত নতুন করে গতি পাবে বলে আশা করা হচ্ছে।
বাংলাধারা/এসআর