জুলাই সনদ নিয়ে টালবাহানা সহ্য করা হবে না : নাহিদ ইসলাম
প্রকাশিত: জুলাই ০১, ২০২৫, ০৫:০৮ বিকাল

ছবি: সংগৃহিত
জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো ধরনের টালবাহানা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার (১ জুলাই) জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির মূল উদ্দেশ্যই হলো মানুষের সঙ্গে সংলাপ করা এবং তাদের কাছে আবু সাঈদের স্বপ্ন, জুলাইয়ের স্বপ্ন তুলে ধরা। আবু সাঈদ ছিলেন লড়াইয়ের অনুপ্রেরণা। জুলাই ঘোষণাপত্র ও সনদ আমরা আদায় করেই ছাড়ব। আমরা বাংলার প্রতিটি প্রান্তরে পৌঁছে যাব, মানুষকে আবার মাথা উঁচু করে দাঁড়াতে উদ্বুদ্ধ করব। আবু সাঈদ যেভাবে পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন, সেটিই আমাদের সাহসের উৎস।”
তিনি আরও বলেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। আবু সাঈদ, ওয়াসীম, মুগ্ধসহ সব শহীদ ও আহত যোদ্ধারা যুগের পর যুগ ধরে বাংলাদেশের মানুষের কাছে শ্রদ্ধার জায়গায় থাকবেন।”
নাহিদ ইসলাম বলেন, “একটি নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের ন্যায্য বিচার, মৌলিক সংস্কার এবং গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। আর জুলাই ঘোষণাপত্র নিয়ে যে টালবাহানা চলছে, তা কোনোভাবেই সহ্য করা হবে না। যারা ভাবছেন, লাখ লাখ মানুষ যারা রাজপথে নেমেছিল, তারা ঘরে ফিরে গিয়েছে—তারা ভুল ভাবছেন। আমরা বাংলাদেশের প্রতিটি পথে প্রান্তরে যাব। ছাত্র-জনতা, তরুণ, শ্রমিকদের আবারও রাজপথে নেমে আসার আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ, আমরা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আদায় করেই ছাড়ব।”
এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেন, “সত্যিকারের নতুন বাংলাদেশ গড়তে মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে। গণহত্যার বিচার শেষ করতে হবে এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান রচনা করতে হবে।”
বাংলাধারা/এসআর