জাতীয় নির্বাচনের অগ্রগতি জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে প্রেস উইং
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ০৯, ২০২৫, ০৮:১৭ রাত

ফাইল ছবি
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সর্বশেষ অগ্রগতি জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
বুধবার (আজ) রাত ৮টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রেস উইং সূত্র জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং প্রস্তুতি তুলে ধরতে এ আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেওয়া হবে বলে জানা গেছে।
এদিকে নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়তে থাকা আলোচনা-উৎসুক জনমনে কৌতূহল আরও বাড়িয়েছে এ সংবাদ সম্মেলনকে ঘিরে।
বাংলাধারা/এসআর