এসএসসিতে ফেল করেছে ৬ লাখের বেশি শিক্ষার্থী
প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ০৩:৫৩ দুপুর

ছবি: সংগৃহিত
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী পাস করতে পারেনি। এদের মধ্যে ছাত্র ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন এবং ছাত্রী ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দকার এহসানুল কবির।
তিনি বলেন, ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল করেছে।
চলতি বছর মোট ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। এর মধ্যে পাস করেছে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন।
শিক্ষা বোর্ড সূত্র জানায়, গত বছরের তুলনায় এবার পাসের হার কিছুটা কম। তবে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা নির্দিষ্ট বোর্ড ও অঞ্চলভেদে ভিন্নতা রয়েছে।
বাংলাধারা/এসআর