ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সংঘর্ষ, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০৮:৪১ রাত  

ছবি: সংগৃহিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে পুলিশ, সেনাবাহিনী এবং স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, "গুলিবিদ্ধ অবস্থায় ৪ জন হাসপাতালে এসেছিল। এর মধ্যে ৩ জন নিহত ও ১ জন আহত আছেন।" নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে: তারা হলেন গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (২৫) এবং কোটালীপাড়ার রমজান কাজী (১৮)।

বুধবার (১৬ জুলাই) জেলা শহরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, এনসিপির সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহর ফিরে যাওয়ার সময় সড়ক অবরোধ করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় পুলিশ বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীকে রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়তে দেখা যায়।

আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এনসিপির নেতাকর্মীদের গাড়িবহর লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ সময় পুলিশ ও সেনাবাহিনীকে এনসিপি নেতাদের নিয়ে পিছু হটতে দেখা যায়।

উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১ জুলাই থেকে 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' কর্মসূচি পালন করছে। এই কর্মসূচির অংশ হিসেবে দেশের বেশ কয়েকটি জেলায় পদযাত্রা করেছে দলটি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জে তাদের পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এই সংঘর্ষের ঘটনা গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

বাংলাধারা/এসআর