ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

গোপালগঞ্জে কারফিউর তৃতীয় দিন: রাস্তাঘাট ফাঁকা

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ১০:০৬ দুপুর  

ছবি: সংগৃহিত

গোপালগঞ্জ জেলায় তৃতীয় দিনের মতো কারফিউ চলছে। গত বুধবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সৃষ্ট সহিংস পরিস্থিতির পর প্রশাসন এই কঠোর পদক্ষেপ নিয়েছে। 

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় প্রথম দফার কারফিউ শেষ হওয়ার পর, সন্ধ্যা ৬টা থেকে আজ শুক্রবার (১৮ জুলাই) বেলা ১১টা পর্যন্ত দ্বিতীয় দফায় কারফিউ জারি করা হয়। এরপর তিন ঘণ্টার বিরতির পর দুপুর ২টা থেকে অনির্দিষ্টকালের জন্য পুনরায় কারফিউ বলবৎ থাকবে।

শুক্রবার (১৮ জুলাই) সকাল থেকে শহরের রাস্তাঘাট অনেকটাই ফাঁকা দেখা গেছে। জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। তবে জীবিকার তাগিদে কিছু শ্রমজীবী মানুষ, দিনমজুর এবং ভ্যানচালককে রাস্তায় দেখা গেছে। অধিকাংশ দোকানপাট বন্ধ থাকলেও, শহরের কাঁচাবাজার ও পাইকারি দোকানগুলোতে কিছুটা ভিড় লক্ষ্য করা গেছে।

সকালে শহরের প্রধান সড়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি তুলনামূলক কম ছিল।

গত বুধবার এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। শহরের বিভিন্ন এলাকায় সংঘর্ষ পুরো এলাকাকে রণক্ষেত্রে পরিণত করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন বুধবার রাত থেকেই কারফিউ জারি করে।

এই ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে যৌথ বাহিনী কমপক্ষে ২৫ জনকে আটক করেছে।

এদিকে, জেলার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বৃহস্পতিবার গোপালগঞ্জে আসেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ এবং ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক।

এছাড়াও, গোপালগঞ্জ জেলা কারাগারে হামলার ঘটনাস্থল পরিদর্শনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জে আসেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. তানভীর হোসেন।

পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কারফিউ জারি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাধারা/এসআর