ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

রাজধানীতে আজ এনসিপি'র বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ১০:২৫ দুপুর  

ছবি: সংগৃহিত

গোপালগঞ্জে 'জুলাই পদযাত্রা'য় কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে আজ শুক্রবার (১৮ জুলাই) রাজধানীতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তিনটি সুনির্দিষ্ট দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে রাজধানীর বাংলামটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনটি আয়োজন করে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাব চত্বরে এই বিক্ষোভ সমাবেশ করবে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।

এনসিপির দাবিগুলো:
* গোপালগঞ্জে ঘটনার সময় দায়িত্বরত গোয়েন্দা সংস্থার সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া।

* ঘটনার ভিডিও ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা।

* অন্য জেলাগুলোতে এনসিপির পদযাত্রায় নিরাপত্তা আরও জোরদার করা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের প্রধান সমন্বয়কারী নিজাম উদ্দিন। এ সময় ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সমন্বয়কারী মোস্তাক আহমেদ শিশির, দক্ষিণের যুগ্ম সমন্বয়কারী এস এম শাহরিয়ার, এবং উত্তরের দপ্তর সমন্বয়কারী এম এম শোয়াইব উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এসআর

এই বিক্ষোভ সমাবেশ গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়াতে পারে।

বাংলাধারা/এসআর