গোপালগঞ্জ সংঘর্ষে নিহত বেড়ে ৫, ঢামেকে মারা গেলেন গুলিবিদ্ধ রিকশাচালক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০২:১০ দুপুর

ফাইল ছবি
গোপালগঞ্জে এনসিপি’র পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আহত রিকশাচালক রমজান মুন্সী (২৮) মারা গেছেন। ঢাকার চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর ফলে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচজনে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
নিহত রমজান মুন্সির বড় ভাই হিরা মুন্সি জানান, তার ভাই রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সংঘর্ষের দিন (১৭ জুলাই) এক যাত্রীকে পৌঁছে দিতে গিয়ে গোপালগঞ্জ সদর উপজেলার চৌরঙ্গী লঞ্চঘাট এলাকায় (কোর্টের সামনে) গুলিবিদ্ধ হন রমজান। পরে তাকে ঢামেকে ভর্তি করা হয়।
হিরা মুন্সি বলেন, "আমার ভাই কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না। সে দিনমজুর মানুষ ছিল। সংঘর্ষের সময় রাস্তায় পড়ে গিয়ে গুলিতে আহত হয়। আমি তার হত্যার বিচার চাই।"
এর আগে সংঘর্ষের দিন বুধবার (১৭ জুলাই) ঘটনাস্থলেই চারজন নিহত হন। তারা হলেন—মোবাইল ফোনের যন্ত্রাংশের দোকানি সোহেল মোল্লা (৩৫), পোশাক ব্যবসায়ী দীপ্ত সাহা (২৫), সিরামিক দোকানের কর্মচারী ইমন তালুকদার (১৭) ও নির্মাণ শ্রমিকের সহকারী রমজান কাজী (১৮)।
উল্লেখ্য, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত জুলাই মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পদযাত্রাকে কেন্দ্র করে ওইদিন বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে গুলি ও দেশীয় অস্ত্রের ব্যবহার হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের প্রাণহানি হয়েছে এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাধারা/এসআর