গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলায় আসামি ৪৭৫
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০৫:০৭ বিকাল

ছবি: সংগৃহিত
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সৃষ্ট ভয়াবহ সংঘর্ষের ঘটনায় ৪৭৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে ৭৫ জনের নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হলেও বাকি ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে দেখানো হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে গোপালগঞ্জ সদর থানায় পুলিশ পরিদর্শক আহম্মেদ আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে এনসিপির কর্মসূচি চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, ব্যাপক ভাঙচুর, সরকারি কাজে বাধা প্রদান এবং সহিংসতা সৃষ্টির মতো গুরুতর বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।
এর আগে গত বুধবার এনসিপির একটি জনসভা শেষে নেতা-কর্মীরা ফেরার পথে তাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে, যার জন্য নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের দায়ী করা হচ্ছে। এই ঘটনার জের ধরে পরবর্তীতে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়ায় উত্তেজিত জনতা, যা প্রায় দিনভর চলতে থাকে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
সংঘর্ষের পর উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুধবার রাতেই জেলা প্রশাসন শহরে কারফিউ জারি করে। তবে পরিস্থিতি শান্ত না হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় সেই কারফিউয়ের মেয়াদ শুক্রবার পর্যন্ত বৃদ্ধি করা হয়।
এদিকে, বুধবারের সহিংসতায় জড়িত থাকার সন্দেহে যৌথ বাহিনী অভিযান চালিয়ে এখন পর্যন্ত ২৪ জনকে আটক করেছে। এই ঘটনায় শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বাংলাধারা/এসআর