ইসরায়েলি হামলায় গাজায় একদিনে ৪১ জন নিহত, মোট মৃতের সংখ্যা ৫৮ হাজার ছাড়াল
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ০৮:২৫ সকাল

ছবি: সংগৃহিত
গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান বাহিনীর অব্যাহত হামলায় নতুন করে রক্তপাত ঘটেছে। শুক্রবার (১৮জুলাই) সারাদিনের বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত ৪১ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ১১০ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছে।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের সামরিক অভিযানে এখন পর্যন্ত গাজায় মোট ৫৮ হাজার ৬৬৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১ লাখ ৩৯ হাজার ৯৭৪ জন।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজার নিয়ন্ত্রক সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালায়। এই হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয় গাজায়। এর পরদিনই প্রতিশোধমূলক অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
টানা ১৫ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতির ঘোষণা দেয়। তবে মাত্র দুই মাসের মধ্যেই, ১৮ মার্চ থেকে আবারও নতুন করে গাজায় দ্বিতীয় দফা অভিযান শুরু করে আইডিএফ। এ সময়ের মধ্যে নতুন করে ৭ হাজার ৮৪৩ জন ফিলিস্তিনি নিহত এবং ২৭ হাজার ৯৯৩ জন আহত হয়েছেন।
হামাসের হাতে আটক ২৫১ জন জিম্মির মধ্যে অন্তত ৩৫ জন এখনও জীবিত রয়েছেন বলে ধারণা করছে ইসরায়েল। সামরিক অভিযানের মাধ্যমে তাদের মুক্ত করার অঙ্গীকার করেছে আইডিএফ।
জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় একাধিকবার গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। এমনকি ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলাও হয়েছে। তবুও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে পুরোপুরি দুর্বল করা এবং জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত সামরিক অভিযান চলবেই।
বাংলাধারা/এসআর