ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

গোপালগঞ্জে সংঘর্ষে নিহতদের মরদেহ উত্তোলনের নির্দেশনা আসতে পারে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ০৫:০৭ বিকাল  

ছবি: সংগৃহিত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতদের মরদেহ প্রয়োজনে কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৯ জুলাই) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সংঘর্ষের পর নিহতদের মরদেহ পরিবারের লোকজন দ্রুত নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত সম্ভব হয়নি। তবে প্রয়োজনে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ব্যর্থতা ছিল কি না তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের একটি কমিটি কাজ করছে।”

এর আগে গত ১৬ জুলাই এনসিপির ঘোষিত কর্মসূচি বাধাগ্রস্ত করতে গোপালগঞ্জের মাজড়া এলাকায় মহাসড়কের ওপর গাছ ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগসহ ব্যাপক সহিংসতা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুধবার রাত থেকে গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় কারফিউয়ের মেয়াদ শুক্রবার পর্যন্ত বাড়ানো হয়। এরপর আবার শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ কার্যকর রাখা হয়েছে।

বাংলাধারা/এসআর