ঢাকা, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

প্রধান উপদেষ্টার সহমর্মিতায় কৃতজ্ঞতা জানালেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জুলাই ২০, ২০২৫, ১০:০৩ দুপুর  

ছবি: সংগৃহিত

সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর সমাবেশে অসুস্থ হয়ে পড়া দলের আমির ডা. শফিকুর রহমান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

রোববার (২০ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কৃতজ্ঞতা জানান।

পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, “গতকাল সমাবেশ চলাকালীন আমি অসুস্থ হয়ে পড়লে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আমার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার প্রেস সচিবকে হাসপাতালে পাঠান। আমি তার এই সহমর্মিতা ও মানবিক আচরণের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। মহান আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন আমিন।”

এর আগে শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জামায়াতে ইসলামীর সমাবেশে সভাপতির বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান তিনি। কিছু সময় পর আবার বক্তব্য দিতে গিয়ে পুনরায় অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসা শেষে রাত ৯টা ১৫ মিনিটে তিনি বাসায় ফেরেন।

হাসপাতাল থেকে বাসায় ফিরে আরেকটি ফেসবুক পোস্টে জামায়াত আমির বলেন, “আলহামদুলিল্লাহ, এখন আমি অনেকটাই সুস্থ। হাসপাতালের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর বাসায় ফিরেছি। আমার এই আকস্মিক অসুস্থতার কারণে আজকের সমাবেশে যে বিঘ্ন ঘটেছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এটি ইচ্ছাকৃত ছিল না। মহান আল্লাহ নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ রেখেছেন।”

তিনি আরও জানান, তার অসুস্থতার সংবাদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানসহ রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনের বহু নেতা খোঁজখবর নিয়েছেন।

এছাড়া ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, এনসিপি, জমিয়তে উলামায়ে ইসলামসহ বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দও সরাসরি দেখা করে বা বার্তার মাধ্যমে খোঁজ নিয়েছেন বলে জানান তিনি।

জামায়াত আমির বলেন, “দেশ-বিদেশের অসংখ্য সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সামাজিক-রাজনৈতিক ব্যক্তিবর্গ আমার খোঁজ নিয়েছেন। এমনকি দেশের বাইরেও অনেক প্রবাসী বাংলাদেশি দোয়া ও খোঁজখবর করেছেন। আমি সবার কাছে কৃতজ্ঞ। আল্লাহ যেন এই ভালোবাসা ও দোয়ার উত্তম প্রতিদান দেন।”

প্রসঙ্গত, শনিবারের সমাবেশে সভাপতির বক্তব্য দিতে গিয়ে ডা. শফিকুর রহমান দুইবার অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তিনি সুস্থ হয়ে বাসায় ফেরেন।

বাংলাধারা/এসআর