ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

৯ বছর পর টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: জুলাই ২০, ২০২৫, ০৯:৫৬ রাত  

ছবি: সংগৃহিত

মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে শনিবার রাতে ক্রিকেটপ্রেমীদের বহু প্রতীক্ষিত সেই মুহূর্ত অবশেষে ধরা দিল দীর্ঘ ৯ বছর পর টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানকে হারাল বাংলাদেশ। যদিও ১১১ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে পথটা খুব সহজ ছিল না, কিন্তু পারভেজ হোসেন ইমন ও তাওহীদ হৃদয়ের দৃঢ়তায় ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় স্বাগতিকরা।

প্রথম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতেই পাকিস্তানের ব্যাটিং লাইনআপ চাপে পড়ে। তাদের টপ অর্ডার একের পর এক ব্যর্থ হয়। একমাত্র ব্যতিক্রম ছিলেন ফখর জামান, যিনি ৩৪ বলে করেন ৪৪ রান। বাকিরা ছিলেন ব্যর্থ। মাত্র ১১০ রানেই গুটিয়ে যায় পুরো দল।

বাংলাদেশের পক্ষে অসাধারণ বোলিং করেন মুস্তাফিজুর রহমান (৪ ওভারে ৬ রান দিয়ে ২ উইকেট) ও তাসকিন আহমেদ (৩.৩ ওভারে ২২ রানে ৩ উইকেট)। সমান তালে অবদান রাখেন তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদী হাসান।

১১১ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ছিল বিপর্যয়কর। প্রথম ওভারেই ফিরে যান তানজিদ হাসান তামিম, পরের ওভারেই আউট হন অধিনায়ক লিটন দাস। তখন স্কোরবোর্ডে মাত্র ৭ রান, উইকেট ২টি।

এ চাপ কাটিয়ে ম্যাচের রাশ নিজেদের হাতে নেন তাওহীদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন। শুরুতে কিছু বড় শট খেলে গতি ফেরান ইনিংসে। পরে বুঝেশুনে খেলতে থাকেন। হৃদয় যদিও জীবন পেয়েও ৩৬ রান করে আউট হন, তবে পারভেজ ছিলেন নির্ভার ও দৃঢ়। ৩৯ বলে অপরাজিত ৫৬ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

পাকিস্তানের পক্ষে একমাত্র আলো ছড়িয়েছেন অভিষিক্ত পেসার সালমান মির্জা। মাত্র ১৭ রানে ২ উইকেট তুলে নিয়ে রেখেছেন নিজের যোগ্যতার জানান। তবে অন্য বোলারদের পারফরম্যান্স ও ফিল্ডিং ছিল হতাশাজনক। হৃদয়ের দুটি সহজ ক্যাচ ফেলেছেন পাকিস্তানি ফিল্ডাররা।

১৪.৪ ওভারেই বাংলাদেশ ৩ উইকেটে করে ১১২ রান, নিশ্চিত করে বহুল প্রতীক্ষিত সেই জয়। ২০১৬ সালের পর এবারই প্রথম পাকিস্তানকে হারাল বাংলাদেশ, সেটিও ঘরের মাঠে। ম্যাচ শেষে দলের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করলেও ব্যাটিং বিভাগে কিছু ঘাটতির কথা অস্বীকার করা যায় না।

স্কোর সংক্ষেপ:
পাকিস্তান: ১১০ (১৯.৩ ওভারে); ফখর ৪৪, তাসকিন ৩/২২, মুস্তাফিজ ২/৬
বাংলাদেশ: ১১২/৩ (১৪.৪ ওভারে); ইমন ৫৬*, হৃদয় ৩৬, সালমান মির্জা ২/১৭
ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী
সিরিজ অবস্থা: বাংলাদেশ ১-০ তে এগিয়ে

বাংলাধারা/এসআর