ঢাকা, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

বিমান দুর্ঘটনায় আহতদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন খালেদা জিয়া 

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ১১:১৮ রাত  

ছবি: সংগৃহিত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে দুর্ঘটনায় আহতদের সার্বিক খোঁজখবর রাখছেন তারা।

সোমবার (২১ জুলাই) রাতে বিএনপির মিডিয়া সেলের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারগুলোর প্রতি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

বিবৃতিতে খালেদা জিয়া ও তারেক রহমান বলেন, “মহান আল্লাহপাক যেন নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা দান করেন, আমরা এই প্রার্থনা করছি। একই সঙ্গে আমরা সেই সব পরিবারগুলোর জন্য ধৈর্য ও সহনশীলতা কামনা করছি, যারা এই দুর্ঘটনায় তাদের সন্তান হারিয়েছেন বা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ছুটে বেড়াচ্ছেন।”

দুর্ঘটনার পরপরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলীয় নেতাদের একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রতিনিধি দলে ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ আরও অনেকে।

এছাড়া, দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম তারেক রহমানের নির্দেশে একটি উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আহতদের প্রাথমিক চিকিৎসা ও হাসপাতালে পাঠানোর কাজে সক্রিয়ভাবে অংশ নেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনার পর থেকেই দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে ঘটনাস্থলে ও হাসপাতালগুলোতে দায়িত্ব পালন করছেন। আহতদের রক্তের প্রয়োজন মেটাতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের রক্তদানের নির্দেশও দিয়েছেন চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

লন্ডন থেকে তারেক রহমান সার্বক্ষণিকভাবে আহতদের চিকিৎসা ও সার্বিক পরিস্থিতির আপডেট নিচ্ছেন বলেও দলীয় সূত্র জানিয়েছে।

এমন মানবিক বিপর্যয়ে বিএনপি দলীয়ভাবে শুরু থেকেই সক্রিয় ভূমিকায় আছে উল্লেখ করে দলের শীর্ষ নেতারা বলেন, “এটা কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটা মানবিক সংকট। এই মুহূর্তে আমাদের দায়িত্ব একটাই—আহতদের পাশে দাঁড়ানো, তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা।”

বিএনপি জানিয়েছে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকে তাদের পুনর্বাসন ও সহায়তায় ভবিষ্যতেও সংগঠিতভাবে কাজ করবে দল।

বাংলাধারা/এসআর