ঢাকা, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ০৯:৫২ সকাল  

ছবি: সংগৃহিত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত এ ঘটনায় নিহত হয়েছেন ২৭ জন, যাদের মধ্যে ২৫ জনই শিশু শিক্ষার্থী। নিহত বাকি দুইজনের একজন বিমানটির পাইলট এবং অন্যজন স্কুলের একজন শিক্ষিকা।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

তিনি জানান,“দুর্ঘটনায় আহত হয়ে এখন পর্যন্ত ৭৮ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। বার্ন ইউনিটে দুইজনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।”

তিনি আরও বলেন, “চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে বলা হয়েছে।”

এদিকে সোমবার (২১ জুলাই) বিকেলে স্কুল চলাকালীন সময়ে ভবনের ওপর আচমকা ভেঙে পড়ে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান। মুহূর্তেই ভবনে আগুন ধরে যায় এবং ছড়িয়ে পড়ে আতঙ্ক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। স্কুল ভবনের বিভিন্ন কক্ষে তখন ক্লাস চলছিল। আগুনে পুড়ে ছিন্নভিন্ন হয়ে যায় একাধিক কক্ষ।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। অনেক শিক্ষার্থী এবং শিক্ষক-শিক্ষিকাকে ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় ইতোমধ্যে সরকার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং গঠন করেছে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি।

ঘটনার পর থেকেই পুরো দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বিভিন্ন রাজনৈতিক দল, মানবাধিকার সংগঠন ও নাগরিক সমাজ গভীর শোক প্রকাশ করেছে। শোক জানিয়েছে প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, জাপান, যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ও।

বাংলাধারা/এসআর