ঢাকা, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেওয়ার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ০১:২৭ দুপুর  

ছবি: সংগৃহিত

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ প্রাণহানির ঘটনায় উত্তাল হয়ে উঠেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এই ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীদের ৬ দফা দাবি সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

দুপুর পৌনে ১টার দিকে কলেজের ৫ নম্বর ভবনের সামনে উপস্থিত হয়ে উপদেষ্টা জানান, সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। তিনি দাবি বাস্তবায়নের আশ্বাসও দেন।

তবে উপদেষ্টার এই ঘোষণার পরও উত্তেজনা প্রশমিত হয়নি। শিক্ষার্থীরা “ভুয়া ভুয়া”, “উই ওয়ান্ট জাস্টিস”এমন নানা স্লোগানে ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে জুতা ও প্লাস্টিক বোতল ছুড়ে মারেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কলেজের ৫ নম্বর ভবনের সামনে অবস্থান নেয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কলেজ ভবনের ভেতরে দুই উপদেষ্টা অবরুদ্ধ রয়েছেন। শিক্ষার্থীরা ভবনের বাইরে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

এর আগে সকাল ১০টার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনের গোলচত্বরে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। বিমান বিধ্বস্ত হয়ে সহপাঠীদের প্রাণহানির ঘটনায় তারা বিক্ষোভ শুরু করেন এবং ছয়টি দাবি উপস্থাপন করেন।

আন্দোলনের একপর্যায়ে শিক্ষার্থীরা ঘোষণা দেন, দুপুর সাড়ে ১২টার মধ্যে যদি সরকারের কোনো প্রতিনিধি এসে তাদের সঙ্গে কথা না বলেন, তাহলে তারা উত্তরা বিএনএস সেন্টারের সামনের সড়ক অবরোধ করবেন।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের মধ্যে ২৫ জনই শিশু শিক্ষার্থী। এ ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং মঙ্গলবার (২২ জুলাই) রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।

শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন চলমান রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

বাংলাধারা/এসআর