ঢাকা, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষাও স্থগিত

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ০৮:৫৪ সকাল  

ছবি: সংগৃহিত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ঘটেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। কোমলমতি শিক্ষার্থীদের প্রাণহানি ও গভীর শোকের আবহে আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুলাই) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষাসমূহ স্থগিত করার ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অনিবার্য কারণবশত আগামী ২৪ জুলাই অনুষ্ঠিতব্য দেশের সকল শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হলো। পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।’

এর আগে, দুর্ঘটনার পর মঙ্গলবারের (২৩ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়। সোমবার দিবাগত রাতেই তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি জানানো হয়।

সেখানে বলা হয়, ‘শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মাহফুজ আলমের সাক্ষাৎ হয়েছে। আজকের (মঙ্গলবার) এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা। এডমিন।’

উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল ভবনের উপর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় কয়েকজন শিক্ষার্থীসহ প্রাণ হারান অন্তত ৯ জন। গুরুতর আহত হন আরও অনেকে।

এই হৃদয়বিদারক ঘটনার পর রাজধানীজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষকে মানসিকভাবে কিছুটা সময় দিতে এইচএসসি পরীক্ষাসমূহ সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পরীক্ষার নতুন সময়সূচি জানতে পরীক্ষার্থীদের নিয়মিত বোর্ডের ওয়েবসাইট ও গণমাধ্যমের খবরে চোখ রাখতে বলা হয়েছে।

বাংলাধারা/এসআর