ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

ক্ষুব্ধ জার্মানি, ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: আগস্ট ০৯, ২০২৫, ০৪:১৩ দুপুর  

ছবি: সংগৃহিত

গাজায় ফিলিস্তিনিদের ওপর অব্যাহত হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। নারী, শিশু ও বয়স্কদের নির্বিচারে হত্যা থেকে শুরু করে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি, সবই যেন ইসরায়েলের দখলদার নীতির অংশ হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুরো গাজা সিটি দখলের পরিকল্পনা ঘোষণা করলে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনা শুরু হয়।

এই পরিস্থিতিতে কড়া পদক্ষেপ নিয়েছে জার্মানি। দেশটির সরকার ঘোষণা দিয়েছে, ইসরায়েলে অস্ত্র রপ্তানি সাময়িকভাবে বন্ধ থাকবে। চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ জানিয়েছেন, নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

জার্মানির এই অবস্থান আন্তর্জাতিকভাবে তাৎপর্যপূর্ণ, কারণ তারা দীর্ঘদিন ধরে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গত দুই বছর ধরে গাজায় ইসরায়েলের অমানবিক সামরিক অভিযান, গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠীকে উৎখাতের ব্যর্থতা, এবং নেতানিয়াহুর সাম্প্রতিক পূর্ণ দখল পরিকল্পনাই জার্মানিকে এ সিদ্ধান্ত নিতে প্ররোচিত করেছে।

চ্যান্সেলর মের্জের বক্তব্যেও তার ইঙ্গিত মিলেছে। তিনি বলেন, “ইসরায়েলের বর্তমান সামরিক পরিকল্পনা দেখে বোঝা কঠিন হয়ে পড়েছে, এভাবে কীভাবে গাজা থেকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীকে সরানো সম্ভব হবে, কিংবা বন্দি ইসরায়েলি জিম্মিদের মুক্ত করা যাবে।”

বাংলাধারা/এসআর