ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

হারানো জাতীয় পরিচয়পত্র তুলতে আর জিডির ঝামেলা নেই

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: সেপ্টেম্বর ০৪, ২০২৫, ০৩:৫৪ দুপুর  

ছবি: সংগৃহিত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে আর থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না। নাগরিকদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এই শর্ত তুলে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটির আশা, এতে এনআইডি সেবা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ হবে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। তিনি বলেন, “জিডি করার বাধ্যবাধকতা আমরা তুলে দিয়েছি। পাশাপাশি এনআইডি সেবাকে আরও সহজ ও দ্রুত করার পরিকল্পনাও হাতে রয়েছে।”

এদিকে, গত এক বছরে ঝুলে থাকা প্রায় সাড়ে নয় লাখ এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করেছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।

সবশেষ ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩০ জন।

বাংলাধারা/এসআর