ভিপি নির্বাচিত হয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বার্তা দিলেন সাদিক কায়েম
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ১১:২৬ দুপুর
ছবি: সংগৃহিত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মো. আবু সাদিক কায়েম। নির্বাচিত হওয়ার পর শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেছেন, দায়িত্ব পালনের পরও তিনি আগের মতোই সাধারণ থাকবেন, “আপনারা আগে যেমন আমাকে দেখেছেন, ভিপি হওয়ার পরও আমি তেমনই থাকব। আমার ভেতরে কোনো পরিবর্তন খুঁজে পাবেন না।”
বুধবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি শিক্ষার্থীদের সমস্যার সমাধানে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “ডাকসু নির্বাচন সফল করতে নারী শিক্ষার্থীদের অবদান ছিল গুরুত্বপূর্ণ। জুলাই বিপ্লবেও তারা অগ্রণী ভূমিকা রেখেছে। আমরা সবাই মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি নিরাপদ ও সবার জন্য সমান সুযোগের ক্যাম্পাসে পরিণত করব।”
সাদিক কায়েম আরও জানান, ধর্ম-বর্ণ বা মতাদর্শ নির্বিশেষে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর সঙ্গে মিলেমিশে কাজ করবেন। তার ভাষায়, “আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় সত্যিকারের একটি মাল্টিকালচারাল বিশ্ববিদ্যালয় হয়ে উঠুক।”
দায়িত্ব পালনের সময় মারা যাওয়া এক সাংবাদিক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। পাশাপাশি গণমাধ্যমের সহযোগিতার জন্য সব সাংবাদিককে ধন্যবাদ জানান।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ছিল ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ১৮ হাজার ৯৫৯ জন ছাত্রী এবং ২০ হাজার ৯১৫ জন ছাত্র ভোটার ছিলেন।
নির্বাচনে ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতেই জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। বাকি তিনটিতে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। ডাকসুর ভিপি, জিএস, এজিএসসহ মোট পদ রয়েছে ২৮টি, এর মধ্যে ১৩টি সদস্যপদ।
বাংলাধারা/এসআর
