ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু, ক্যাম্পাসজুড়ে কঠোর নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০১:০১ দুপুর  

ছবি: সংগৃহিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টার কিছু পর থেকে শুরু হওয়া এ ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে।

ভোট শুরুর আগে কড়া নিরাপত্তার মধ্যেই প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স পৌঁছে দেওয়া হয়। পরে উপস্থিত সাংবাদিক ও প্রার্থীদের সামনে ফাঁকা ব্যালট বাক্স প্রদর্শন করে তা সিলগালা করা হয়। আবাসিক হলের সব কেন্দ্রেই রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্টরা সকালেই প্রস্তুতি সম্পন্ন করেন। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য।

এবার বিশ্ববিদ্যালয়ের ২১টি ভোটকেন্দ্রে মোট ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে। ভোট গ্রহণের দায়িত্বে রয়েছেন ৬৭ জন শিক্ষক (পোলিং অফিসার) এবং সমান সংখ্যক কর্মকর্তা সহকারী পোলিং অফিসার হিসেবে কাজ করছেন। ভোট শেষে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে গণনা করা হবে ব্যালট।

নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে মোট ভোটার ১১ হাজার ৯১৯ জন। এর মধ্যে ৬ হাজার ১০২ জন ছাত্র এবং ৫ হাজার ৮১৭ জন ছাত্রী।

এই নির্বাচনে কেন্দ্রীয় জাকসুর ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৯ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে আছেন ১০ জন প্রার্থী, আর জিএস পদে ছিলেন ৯ জন, তবে একজন স্বতন্ত্র প্রার্থী সরে দাঁড়ানোয় এখন প্রতিদ্বন্দ্বিতা হবে ৮ জনের মধ্যে। নারী যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৬ জন এবং পুরুষ যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শুধু কেন্দ্রীয় কমিটিই নয়, ২১টি হলে আরও ৩১৫টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৬৭ জন প্রার্থী। প্রতিটি হলে ১৫টি করে পদে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

ক্যাম্পাসে তাই এখন উৎসবমুখর পরিবেশের পাশাপাশি টানটান নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

বাংলাধারা/এসআর