ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

জাকসু নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০২:৩০ দুপুর  

ছবি: সংগৃহিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী শেখ সাদী হাসান।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে মওলানা ভাসানী হলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

শেখ সাদী হাসান অভিযোগ করে বলেন, ভোটগ্রহণের আগের রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে জানা যায়, নির্বাচন কমিশন নিয়মিত ক্রয় প্রক্রিয়া এড়িয়ে জামায়াতে ইসলামীর একটি অখ্যাত কোম্পানি থেকে ব্যালট পেপার ও ভোট গণনার ওএমআর মেশিন সংগ্রহ করেছে। তার দাবি, ছাত্রশিবির সমর্থিত প্যানেলকে বিজয়ী করার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়।

তিনি আরও বলেন, “এ কারণে আমরা শুরু থেকেই ভোট গণনায় কারচুপির আশঙ্কা করেছি। বিষয়টি জানাজানি হওয়ার পর শিক্ষক-শিক্ষার্থীদের চাপে নির্বাচন কমিশন ওএমআর মেশিনে ভোট গণনার সিদ্ধান্ত থেকে সরে এসে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণের ঘোষণা দেয়। তবে একই কোম্পানির সরবরাহকৃত ব্যালট পেপার দিয়েই আজকের ভোট অনুষ্ঠিত হচ্ছে।”

শেখ সাদী অভিযোগ করেন, ছাত্রশিবিরের নিজস্ব কোম্পানির তৈরি ব্যালট ব্যবহার করে কারচুপির মাধ্যমে নির্বাচনী ফলাফল প্রভাবিত করার চেষ্টা চলছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও এতে নীরব ভূমিকা পালন করছে বলে তিনি দাবি করেন।

বাংলাধারা/এসআর