ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

জাকসু নির্বাচন থেকে সরে দাঁড়াল ছাত্রদল প্যানেল

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৪:৩৮ দুপুর  

ছবি: সংগৃহিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। নানা অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মওলানা ভাসানী হলের অতিথি কক্ষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী। এ সময় সহসভাপতি (ভিপি) প্রার্থী শেখ সাদী হাসানসহ অন্যান্য প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বৈশাখী অভিযোগ করে বলেন, “তাজউদ্দীন হলে আমাদের প্রবেশ করতে দেওয়া হয়নি। ভোটার তালিকায় ছবি না থাকায় একাধিক অনিয়মের সুযোগ তৈরি হয়েছে। ২১ নম্বর হলে গোষ্ঠীগত সংঘর্ষ সৃষ্টি করা হয়েছে, আর জাহানারা ইমাম হলে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলার ঘটনাও ঘটেছে।”

তিনি আরও অভিযোগ করেন, বিতর্কিত প্রতিষ্ঠানের সরবরাহকৃত ওএমআর মেশিন ব্যবহার না করার দাবি থাকলেও সেই প্রতিষ্ঠানের ব্যালটই ব্যবহার করা হচ্ছে। এছাড়া মেয়েদের হলে একই ভোটারকে একাধিকবার ভোট দিতে দেখা গেছে বলেও দাবি করেন তিনি।

বৈশাখীর ভাষায়, “শিবিরপন্থী সাংবাদিকরা আমাদের প্রার্থীদের সঙ্গে অসদাচরণ করেছেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হয়ে এটি এখন কারচুপি ও প্রহসনের নির্বাচনে পরিণত হয়েছে। শিক্ষার্থীদের প্রকৃত রায় প্রতিফলিত হচ্ছে না। তাই আমরা বাধ্য হয়েই নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।”

বাংলাধারা/এসআর