ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

ভোট বর্জনের পর ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ১০:১৬ রাত  

ছবি: সংগৃহিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন বর্জনের সিদ্ধান্তের পর বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে ক্যাম্পাসে এ মিছিল বের করা হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, নতুন কলাভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনের সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর পর্যন্ত যায়।

মিছিলে অংশ নেওয়া ছাত্রদলের নেতাকর্মীরা স্লোগান দেন- “বয়কট বয়কট, জাকসু বয়কট” এবং “প্রহসনের জাকসু, বয়কট বয়কট”।

বাংলাধারা/এসআর