ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

জাকসুর ফল শুক্রবার, জানাল নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ১০:২২ রাত  

ছবি: সংগৃহিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায়। সকাল ৯টা থেকে শুরু হওয়া এ ভোট চলে টানা সন্ধ্যা ৭টা পর্যন্ত। এরপর শুরু হয়েছে গণনা।

নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রশিদুল আলম জানিয়েছেন, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা হওয়ায় ফল প্রকাশে কিছুটা সময় লাগবে। তিনি বলেন, “ফলাফল পেতে আগামীকাল (শুক্রবার) সকাল কিংবা দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।”

প্রতিটি কেন্দ্রে ভোট গণনার দায়িত্বে রয়েছেন রিটার্নিং অফিসার ও সহকারী কর্মকর্তারা। কমিশন জানিয়েছে, প্রাথমিক ফলাফল পাওয়া যেতে পারে কয়েক ঘণ্টার মধ্যেই। এ সময় পুরো ক্যাম্পাসে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত দেড় হাজার সদস্য মোতায়েন আছেন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে।

এবারের নির্বাচনে ১১ হাজার ৯১৯ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান। এর মধ্যে ছাত্রদের ১১টি হলে এবং ছাত্রীদের ১০টি হলে ভোট অনুষ্ঠিত হয়েছে। আল বেরুনী হলে ২১০ জন থেকে শুরু করে সর্বাধিক ৯৮৩ জন ভোটার ছিলেন তারামন বিবি হলে।

২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ১৭৮ প্রার্থী। নির্বাচনে অংশ নিয়েছে বামপন্থী, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্র শিক্ষার্থীদের সমর্থিত মোট আটটি প্যানেল।

তবে ভোটে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। বৃহস্পতিবার বিকেলে মওলানা ভাসানী হলের গেস্ট রুমে সংবাদ সম্মেলন করে বর্জনের ঘোষণা দেন সংগঠনটির জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী।

বাংলাধারা/এসআর