ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

ভোট গণনা কক্ষে পোলিং অফিসারের আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫, ১২:২৩ দুপুর  

ছবি: সংগৃহিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সময় মৃত্যুবরণ করেছেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস (৩১)। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে সিনেট ভবনে ভোট গণনার দায়িত্ব পালন করতে গিয়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

সকাল সাড়ে সাতটার দিকে তিনি সিনেট ভবনের তৃতীয় তলায় ভোট গণনা কক্ষের সামনে অচেতন হয়ে পড়েন। দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা জানান, জান্নাতুল ফেরদৌস বৃহস্পতিবার রাতের ভোটগ্রহণ শেষে বাসায় গিয়েছিলেন। শুক্রবার সকালে আবার দায়িত্ব পালনের জন্য বিশ্ববিদ্যালয়ে এসে অসুস্থ হয়ে পড়েন।

জান্নাতুল ফেরদৌসের বাড়ি পাবনা শহরের কাচারীপাড়া মহল্লায়। তিনি দৈনিক ইত্তেফাকের পাবনা প্রতিনিধি রুমী খন্দকারের মেয়ে। তার মৃত্যুতে পরিবারসহ সহকর্মী ও শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করেছেন। পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় পরিবার ভেঙে পড়েছে। জানাজার সময় পরে ঘোষণা করা হবে।

২০১৬ সালে বিএফএ এবং ২০১৮ সালে এমএফএ ডিগ্রি অর্জন করেন জান্নাতুল ফেরদৌস। পরবর্তীতে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। অল্প বয়সেই তার এ অকাল প্রয়াণ বিশ্ববিদ্যালয় অঙ্গন ও পরিবারে গভীর শোকের ছায়া ফেলেছে।

বাংলাধারা/এসআর