ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

তারেক রহমানের দেশে ফেরার ইঙ্গিত, নির্বাচন ফেব্রুয়ারিতেই : এম এ মালিক

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: অক্টোবর ০১, ২০২৫, ০৮:৩২ রাত  

ছবি: সংগৃহিত

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। তিনি বলেন, তারেক রহমান কবে দেশে ফিরবেন সে বিষয়ে খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

বুধবার (১ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে লন্ডন থেকে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এম এ মালিক এ কথা জানান।

তিনি বলেন, “আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে—এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দেশের মানুষ আওয়ামী লীগকে আর চায় না। গত ১৫ বছরে তারা যা করেছে, তা জনগণ ভুলে যায়নি।”

সাম্প্রতিক রাজনৈতিক প্রসঙ্গ টেনে এম এ মালিক আরও বলেন, “যুক্তরাষ্ট্রে দেওয়া প্রধান উপদেষ্টার বক্তব্য ছিল কূটনৈতিক। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গও রাজনৈতিক বাস্তবতার অংশ। এদেশের মানুষ এখন পরিবর্তন চায়।”

বিএনপির প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, “অনেকে নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা দিচ্ছেন, কেউ কেউ বলছেন গ্রিন সিগনাল পেয়েছেন। কিন্তু বাস্তবে এখনো কেউ গ্রিন সিগনাল পাননি। প্রার্থী নির্ধারণের বিষয়টি কেবল হাইকমান্ডের সিদ্ধান্তেই হবে। আপাতত সবাই রেড সিগনালেই আছেন।”

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজারী সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “আমি আমার এলাকার পূজামণ্ডপগুলো পরিদর্শন করব।”

এ সময় বিমানবন্দরে হাজারো নেতাকর্মী ব্যানার, প্ল্যাকার্ড ও স্লোগানে এম এ মালিককে উষ্ণ অভ্যর্থনা জানান এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার সময় তিনি গত ৬ মে লন্ডন থেকে দেশে আসেন। পরে গত ৩ আগস্ট পুনরায় লন্ডনে যান এবং বুধবার দেশে ফিরে আসেন।


বাংলাধারা/এসআর