ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

বিমানবন্দরের অগ্নিকাণ্ড তদন্তে ৪ দেশের বিশেষজ্ঞ টিম আনছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ০১:০৭ দুপুর  

ছবি: সংগৃহিত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে চারটি দেশের বিশেষজ্ঞ টিম আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (২৫ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, “আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। চারটি দেশের বিশেষজ্ঞ দল এসে ঘটনাস্থলে তদন্ত করবে, এখানে কোনো অব্যবস্থাপনা বা ত্রুটি ছিল কি না, তা তারা খতিয়ে দেখবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “যদি তদন্তে কারও অবহেলা বা দায়িত্বহীনতা প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ ছাড় পাবে না।”

পরিদর্শনকালে তিনি কার্গো ভিলেজ ও ই-গেট এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ সরেজমিনে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তিনি নির্দেশ দেন, এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা, বৈদ্যুতিক সংযোগ ও অগ্নিনির্বাপণ কাঠামো আরও শক্তিশালী করতে হবে।

এর আগে, বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আগুন লাগার ঘটনায় পণ্য ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে।

সরকার বলছে, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহায়তায় একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন তৈরি করা হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।

বাংলাধারা/এসআর