ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

মাদকবিরোধী পদক্ষেপে ব্যর্থতার অভিযোগে কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোর ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ০১:২৩ দুপুর  

ছবি: সংগৃহিত

মাদকবিরোধী উদ্যোগে ব্যর্থতার অভিযোগে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর প্রশাসনের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট শুক্রবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে এই সিদ্ধান্তের ঘোষণা দেন।

বিবৃতিতে বেসেন্ট বলেন, পেত্রো ক্ষমতায় আসার পর থেকে কলম্বিয়ায় কোকেন উৎপাদন কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এই কোকেনের বড় অংশই যুক্তরাষ্ট্রে পাচার হয়ে আমেরিকান সমাজে মারাত্মক ক্ষতি ডেকে আনছে। তিনি অভিযোগ করেন, পেত্রো প্রশাসন মাদকচক্রগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিয়ে বরং তাদের অবাধে কার্যক্রম চালাতে দিচ্ছে।

স্কট বেসেন্ট আরও বলেন, “আমরা মাদক পাচারের মতো অপরাধ কোনোভাবেই সহ্য করব না। প্রেসিডেন্ট পেত্রোর ব্যর্থতা যুক্তরাষ্ট্রের জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।”

পেত্রোর পাশাপাশি তার স্ত্রী ভেরোনিকা আলকোসার গার্সিয়া, বড় ছেলে নিকোলাস ফের্নান্দো পেত্রো বার্গোস এবং স্বরাষ্ট্রমন্ত্রী আরমান্ডো বেনেদেত্তির বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় তাদের যুক্তরাষ্ট্রে সম্পদ লেনদেন ও ভ্রমণ নিষিদ্ধ থাকবে।

এর আগে গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে পেত্রোর এক ফিলিস্তিনপন্থি বক্তব্যের পর যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিল করে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পেত্রো প্রশাসনের প্রতি যুক্তরাষ্ট্রের আস্থা হারিয়ে গেছে এবং কলম্বিয়াকে আর “মাদকবিরোধী অংশীদার দেশ” হিসেবে স্বীকৃতি দেওয়া হবে না।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে বলেন, “আমরা পেত্রোর মাদকচক্রের প্রতি নরম অবস্থানকে উপেক্ষা করব না। যুক্তরাষ্ট্র কলম্বিয়ার নিরাপত্তা বাহিনী, বিচার বিভাগ এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে মাদকবিরোধী লড়াই চালিয়ে যাবে।”

আন্তর্জাতিক মহল মনে করছে, এই নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র-কলম্বিয়া সম্পর্কের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। কলম্বিয়া ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ছিল মাদকবিরোধী অভিযানে, তবে পেত্রোর ক্ষমতায় আসার পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে।

বাংলাধারা/এসআর