বিজ্ঞাপনে ক্ষোভ, কানাডার পণ্যে বাড়তি শুল্কের ঘোষণা ট্রাম্পের
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ১১:৫৫ দুপুর
ছবি: সংগৃহিত
শুল্কবিরোধী এক বিজ্ঞাপনে ক্ষুব্ধ হয়ে কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিজ্ঞাপনটি কানাডার অন্টারিও প্রদেশ প্রচার করেছিল, যেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের একটি বক্তব্য ব্যবহার করা হয়।
শনিবার (২৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বিজ্ঞাপনটিকে ‘প্রতারণা’ বলে আখ্যা দেন এবং কানাডার কর্মকর্তাদের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “তথ্যের মারাত্মক বিকৃতি ও বৈরিতার কারণে কানাডা এখন যা দিচ্ছে, আমি তার ওপর আরও ১০ শতাংশ শুল্ক বাড়াচ্ছি।”
ট্রাম্পের ক্ষোভের পর অন্টারিও প্রদেশের প্রিমিয়ার ডগ ফোর্ড জানান, তিনি বিজ্ঞাপনটি প্রত্যাহার করবেন। তবে তিনি বলেন, সপ্তাহান্তে এবং ওয়ার্ল্ড সিরিজ বেসবল গেম চলাকালে বিজ্ঞাপনটি প্রচার অব্যাহত থাকবে। এ সিরিজে টরন্টো ব্লু জেইস মুখোমুখি হচ্ছে লস অ্যাঞ্জেলস ডজারসের।
জি-৭ দেশগুলোর মধ্যে একমাত্র কানাডাই এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে পারেনি। বর্তমানে যুক্তরাষ্ট্র কানাডার পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। এছাড়া, ইস্পাতে ৫০ শতাংশ এবং অটোমোবাইলে ২৫ শতাংশ শুল্ক রয়েছে, যার সঙ্গে এবার আরও ১০ শতাংশ যোগ হচ্ছে।
অর্থনৈতিকভাবে কানাডার তিন-চতুর্থাংশ রপ্তানি যুক্তরাষ্ট্রে যায়। আর অন্টারিও প্রদেশই কানাডার অটোমোবাইল শিল্পের মূল কেন্দ্র। ফলে বাড়তি শুল্কের প্রভাব সরাসরি পড়বে দেশটির প্রধান শিল্পখাতে।
ট্রাম্পের ক্ষোভের কেন্দ্রবিন্দুতে থাকা বিজ্ঞাপনটিতে রোনাল্ড রিগ্যানের ১৯৮৭ সালের এক ভাষণের উদ্ধৃতি ব্যবহার করা হয়, যেখানে তিনি বলেছিলেন, “শুল্ক প্রতিটি আমেরিকানকে ক্ষতিগ্রস্ত করে।” তবে রিগ্যান ফাউন্ডেশন জানিয়েছে, বক্তব্যটি বিজ্ঞাপনে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে এবং অন্টারিও সরকার এ বক্তব্য ব্যবহারের কোনো অনুমতিও নেয়নি।
মালয়েশিয়া সফরে যাওয়ার পথে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “ওই বিজ্ঞাপনটি দ্রুত সরিয়ে ফেলা উচিত ছিল, কিন্তু প্রতারণা জেনেও তারা ওয়ার্ল্ড সিরিজ চলাকালে তা প্রচার করেছে।” তিনি আরও অভিযোগ করেন, কানাডা শুল্কসংক্রান্ত এক মামলা নিয়ে মার্কিন সুপ্রিম কোর্টে কারসাজির চেষ্টা করছে, যা তার ‘শুল্কনীতি’র ভবিষ্যত নির্ধারণ করতে পারে।
এদিকে ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি দুজনেই মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনে যোগ দিচ্ছেন, তবে ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, তিনি সেখানে কার্নির সঙ্গে বৈঠকে বসবেন না।
বাংলাধারা/এসআর
