ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

খুলনার ৩৬ আসনের মনোনয়ন প্রত্যাশীদের সোমবার ঢাকায় ডাকলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০১:১৫ দুপুর  

ছবি: সংগৃহিত

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা বিভাগের ৩৬টি আসন থেকে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এজন্য খুলনা বিভাগের ১০ জেলার সব মনোনয়নপ্রত্যাশী নেতাকে আগামীকাল সোমবার ঢাকায় আসার নির্দেশ দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, ধারাবাহিকভাবে বিভাগভিত্তিক মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করছেন তারেক রহমান। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে খুলনা বিভাগের নেতাদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে অংশ নিতে ইতোমধ্যে সংশ্লিষ্ট সবাইকে ফোন ও ক্ষুদে বার্তার মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়েছে।

বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত জানিয়েছেন, “নির্বাচন সামনে রেখে দলের প্রস্তুতি জোরদার করা হচ্ছে। প্রতিটি বিভাগের নেতাদের সঙ্গে আলাদা করে মতবিনিময় করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আজ (রোববার) চট্টগ্রাম বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক হচ্ছে, আর আগামীকাল খুলনা বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক হবে।”

তিনি আরও বলেন, বৈঠকে খুলনা বিভাগের নবীন ও প্রবীণ সব মনোনয়নপ্রত্যাশী উপস্থিত থাকবেন। তারেক রহমান সেখানে নির্বাচন-সংক্রান্ত দিকনির্দেশনা ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দেবেন বলে জানা গেছে।

দলীয় সূত্র জানায়, শুক্রবার রাত থেকেই খুলনা বিভাগের ১০ জেলার নেতাদের ফোন করে বৈঠকের আমন্ত্রণ জানানো হয়। অনেকে ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন, বাকিরা রোববার রাতের মধ্যে পৌঁছে যাবেন।

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, এ বৈঠকে আসন্ন নির্বাচনে দলের প্রার্থীদের প্রাথমিক যাচাই-বাছাই, মাঠপর্যায়ের প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

বাংলাধারা/এসআর