ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

আফগান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে ৫ পাকিস্তানি সেনা নিহত, নিহত ২৫ জঙ্গি

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০১:৪১ দুপুর  

ছবি: সংগৃহিত

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ফের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৫ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, পাল্টা অভিযানে ২৫ জন সশস্ত্র জঙ্গিকে হত্যা করা হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গতকাল রোববার কুরাম ও উত্তর ওয়াজিরিস্তান জেলার সীমান্ত এলাকায় আফগান দিক থেকে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সন্ত্রাসীরা অনুপ্রবেশের চেষ্টা চালায়। তবে সেনারা তা প্রতিহত করে। সংঘর্ষে ৫ জন সেনা সদস্য প্রাণ হারান।

বিবৃতিতে আরও বলা হয়, সন্ত্রাসীদের অনুপ্রবেশ রোধে সীমান্তে সেনা মোতায়েন জোরদার করা হয়েছে এবং অভিযানের সময় ২৫ জন জঙ্গিকে হত্যা করা হয়েছে।

ইসলামাবাদ অভিযোগ করেছে, আফগানিস্তানের তালেবান প্রশাসন সীমান্তবর্তী অঞ্চলে সক্রিয় টিটিপি যোদ্ধাদের নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ সতর্ক করে বলেন,

“যদি আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধান না হয়, তাহলে ইসলামাবাদের সামনে সরাসরি যুদ্ধ ছাড়া আর কোনো বিকল্প থাকবে না।”

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে দুই দেশের মধ্যে সীমান্তে ভয়াবহ সংঘর্ষের পর তুরস্কের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। কিন্তু নতুন এই সংঘর্ষে তা কার্যত ভঙ্গ হয়েছে।

তালেবান সরকার এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও এর আগে তারা পাকিস্তানের অভিযোগ অস্বীকার করে জানায়, “আফগান ভূমি অন্য দেশের বিরুদ্ধে ব্যবহৃত হতে দেওয়া হবে না।”

বিশ্লেষকরা বলছেন, দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে এই উত্তেজনা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

বাংলাধারা/এসআর