ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমেদ
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০৩:১৮ দুপুর
ছবি: সংগৃহিত
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে চায় বিএনপি। একই সঙ্গে ঐক্য রক্ষা ও বিভেদ এড়াতে সব পক্ষকে সংযম ও একাত্মতার বার্তা দিতে চায় দলটি, এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, “বিএনপি ফ্যাসিবাদবিরোধী ঐক্যকে আরও সুসংগঠিত করতে চায়। আমরা চাই না কেউ বিভেদের পথে যাক। এই ঐক্যই আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের মূল শক্তি।”
তিনি আরও বলেন, “জাতীয় নির্বাচনের আগে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সব স্তরে ঐক্য দৃঢ় করতে হবে। কারণ, জনগণের আন্দোলন ও ভোটের লড়াই, দুটোতেই ঐক্যই হবে বিএনপির সবচেয়ে বড় সম্পদ।”
আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বাছাই প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, “বিএনপি এবার দলীয় আনুগত্য নয়, যোগ্যতা ও জনসমর্থন বিবেচনায় মনোনয়ন দেবে। আমরা এমন প্রার্থী চাই যারা জনগণের পাশে থাকবে, তাদের আস্থার প্রতীক হবে।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “নির্বাচিত হলে আমরা তারুণ্যনির্ভর নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলব- যেখানে থাকবে গণতন্ত্র, ন্যায়বিচার ও জবাবদিহিতা।”
অনুষ্ঠানে সালাহউদ্দিন আহমেদ বিভেদ ভুলে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “দেশ আজ যে সংকটের মুখে, তা থেকে উত্তরণের একমাত্র পথ ঐক্য। আমরা সবাই মিলে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে বিজয়ের পথে নিয়ে যাব।”
বাংলাধারা/এসআর
