চট্টগ্রামে গভীর রাতে গোলাগুলি: নিহত ১, গুলিবিদ্ধ অন্তত ছয়জন
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ১১:২৩ দুপুর
ছবি: সংগৃহিত
চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় ব্যানার টানানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় সাজ্জাদ নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পথচারী ও অটোরিকশা চালকসহ অন্তত ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাকলিয়া এক্সেস রোড এলাকায় এ ঘটনা ঘটে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, রাতের দিকে এলাকায় ব্যানার টাঙানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়। এতে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের পরিচয় নিশ্চিত করে স্থানীয় সূত্র জানায়, নিহত সাজ্জাদ স্থানীয় যুবদলের কর্মী ছিলেন। তিনি এলাকার পরিচিত মুখ হিসেবেও পরিচিত ছিলেন।
এ ঘটনায় স্থানীয় যুবদল নেতা এমদাদুল হক বাদশা বলেন, “পটিয়ার তাঁতিলীগের এক নেতা শহরে এসে বিএনপির নামে ব্যানার টাঙায়। এ নিয়েই সংঘর্ষের সূত্রপাত হয়। আমাদের সাজ্জাদ গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। আহত হয়েছে আরও অন্তত ছয়জন।”
নিহত সাজ্জাদের বাবা, যিনি নিজেও বিএনপির কর্মী বলে দাবি করেছেন, হাসপাতালের বারান্দায় আহাজারি করে বলেন, “আমার জীবন শেষ হয়ে গেলো বিএনপি করে। যারা আমার ছেলেকে মেরেছে, তাদের খুঁজে বের করে বিচার করতে হবে।”
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশের একটি টিম ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
স্থানীয়দের দাবি, গোলাগুলির সময় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু দোকানপাট ও যানবাহন দ্রুত বন্ধ করে দেওয়া হয়। রাতভর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির পেছনে রাজনৈতিক বিরোধ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
বাংলাধারা/এসআর
