ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

মেট্রোরেল দুর্ঘটনায় নিহতের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণের রুল

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০১:০৩ দুপুর  

ছবি: সংগৃহিত

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারীর মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। পাশাপাশি মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৯ অক্টোবর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত নির্দেশনায় বলেছেন, বিশেষজ্ঞ কমিটিকে মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থার বর্তমান অবস্থা, ব্যবহৃত যন্ত্রাংশের মান ও রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া যাচাই করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।

এর আগে গত সোমবার মেট্রোরেলসহ দেশের সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাইয়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিট দায়ের করেন আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। রিট আবেদনে বলা হয়, সাম্প্রতিক দুর্ঘটনা থেকে বোঝা যায়, মেট্রোরেল ও ফ্লাইওভারে ব্যবহৃত বিয়ারিং প্যাডের মান নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ না নিলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে।

প্রসঙ্গত, গত রোববার (২৬ অক্টোবর) রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের নিচ দিয়ে হাঁটার সময় ওপর থেকে একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী আবুল কালাম আজাদের মাথায় আঘাত লাগে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই মর্মান্তিক ঘটনায় নাগরিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অনেকে প্রশ্ন তুলেছেন—যে মেট্রোরেল দেশের আধুনিক অবকাঠামোর প্রতীক, সেখানে এমন নিরাপত্তা ঘাটতি কীভাবে সম্ভব? আদালতের এই নির্দেশনা বাস্তবায়ন হলে মেট্রোরেলের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থার মানোন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাধারা/এসআর