ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০৩:৫২ দুপুর  

ছবি: সংগৃহিত

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থাপনা পর্যালোচনায় উচ্চপর্যায়ের বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ, র‌্যাব, বিজিবি ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে নির্বাচনকালীন সময়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাঠপর্যায়ে নিরাপত্তা জোরদার এবং প্রশাসনিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। আসন্ন নির্বাচনে ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেন প্রধান উপদেষ্টা।

তবে বৈঠক শেষে প্রেস উইংয়ের পক্ষ থেকে বৈঠকের বিস্তারিত সিদ্ধান্ত বা আলোচনা সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।

একাধিক সূত্র জানিয়েছে, বৈঠকে নিরাপত্তা বাহিনীগুলোর প্রস্তুতি, মনিটরিং ব্যবস্থার জোরদার, এবং মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয় নিশ্চিত করার বিষয়গুলো বিশেষভাবে আলোচিত হয়।

আগামী জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার আগে এটি ছিল প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ একটি কৌশলগত বৈঠক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাধারা/এসআর