ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

ইবতেদায়ি শিক্ষকদের মিছিল ছত্রভঙ্গ করে দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০৩:৫৬ দুপুর  

ছবি: সংগৃহিত

ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষা জাতীয়করণের দাবিতে রাজধানীতে ভুখা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাত্রা শুরু করলে পুলিশের বাধায় তা ছত্রভঙ্গ হয়ে যায়। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ২টার দিকে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে শত শত শিক্ষক প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে মিছিল শুরু করেন। মিছিলটি সচিবালয়ের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের পথে বাঁধা দেয়। একপর্যায়ে শিক্ষক ও পুলিশের মধ্যে ধাক্কাধাক্কি এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বলে জানান আন্দোলনকারীরা। এতে অন্তত ২০ জন শিক্ষক আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

লালমনিরহাটের হাতিবান্ধা থেকে আসা শিক্ষক মো. আব্দুস সালাম আজাদ ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে সচিবালয়ে যাচ্ছিলাম, দাবি জানানোর জন্য। কিন্তু পুলিশ আমাদের বাধা দিয়েছে। এমনকি সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করেছে—শিক্ষকদের ওপর হামলার মতো লজ্জাজনক ঘটনা আর কী হতে পারে!”

জয়পুরহাটের শিক্ষক আব্দুল খালেক বলেন, “সরকার আগেই বলেছিল ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। কিন্তু এখন নানা অজুহাতে দেরি করছে। আমরা যতদিন দাবি পূরণ না হবে, ততদিন আন্দোলন চালিয়ে যাব।”

ভুখা মিছিলের নেতৃত্ব দেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম, সদস্য সচিব মোহাম্মদ আল আমিন এবং বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেছুর রহমান।

শিক্ষকদের দাবি, দীর্ঘদিন ধরে তারা জাতীয়করণের আশ্বাস পেলেও তা বাস্তবায়ন হয়নি। সরকারের পক্ষ থেকে দ্রুত সুনির্দিষ্ট সিদ্ধান্ত না এলে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

বাংলাধারা/এসআর