ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

সঞ্চয়পত্র সার্ভারে জালিয়াতি: ছাত্রদলের সাবেক সহসভাপতিসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ১২:২৯ রাত  

ছবি: সংগৃহিত

বাংলাদেশ ব্যাংকের সঞ্চয়পত্র সার্ভার হ্যাক করে অর্থ আত্মসাতের ঘটনায় ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ মারুফ এলাহী রনিসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ব্যাংকের অতিরিক্ত পরিচালক আবুল খায়ের মো. খালিদ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন।

অন্য আসামিরা হলেন- এনআরবিসি ব্যাংকের দিনাজপুর উপশাখার গ্রাহক মো. আরিফুর রহমান মিম, তাঁর পরিচয় শনাক্তকারী আল আমিন এবং মারুফ এলাহীর হিসাবের পরিচয় শনাক্তকারী মহিউদ্দিন আহমেদ।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া আরিফুর রহমান প্রাথমিকভাবে নিজেকে ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পরের সহযোগিতায় বেআইনিভাবে জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে বাংলাদেশ ব্যাংকের ইউজার আইডিতে প্রবেশ করে গ্রাহকের মোবাইল নম্বর ও ব্যাংক হিসাব পরিবর্তন করেন। এরপর জালিয়াতির মাধ্যমে দুটি সঞ্চয়পত্রের ৫০ লাখ টাকা ছাত্রনেতা মারুফ এলাহীর নামে খোলা ডাচ্-বাংলা ব্যাংকের হিসাবে স্থানান্তরের চেষ্টা করা হয়। তবে কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতায় টাকা উত্তোলনের আগেই আটকে দেওয়া হয়।

অন্যদিকে, মহাহিসাব নিরীক্ষণ কার্যালয়ের কর্মকর্তা এস এম রেজভীর ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র ভাঙিয়ে এনআরবিসি ব্যাংকের গ্রাহক আরিফুর রহমানের হিসাবে জমা হয়, যা পরে নগদে তুলে নেওয়া হয়।

যোগাযোগ করা হলে মারুফ এলাহী রনি বলেন, “এই জালিয়াতির সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার ব্যাংক হিসাবটি ২০০৮ সালে খোলা, এখন সেখানে মাত্র ৩৫ হাজার টাকা আছে। রাজনৈতিকভাবে ফাঁসানোর চেষ্টা হতে পারে।”

ঘটনার পর বাংলাদেশ ব্যাংক সারা দেশে সঞ্চয়পত্রের কেনাবেচা ও নগদায়ন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে। সন্দেহভাজন হিসাবগুলো জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বিএফআইইউ ও এনআরবিসি ব্যাংকের পৃথক তদন্ত কমিটি ঘটনাটি অনুসন্ধান করছে।

 

বাংলাধারা/এসআর