জাতীয় নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ০৩:৩৯ দুপুর
ফাইল ছবি
জাতীয় সংসদ নির্বাচন আগামী ১৫ ফেব্রুয়ারির আগেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, গণভোট ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা, তবে যেভাবেই সিদ্ধান্ত নেওয়া হোক না কেন- নির্বাচন নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন হবে।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই কন্যা ফাউন্ডেশন’ আয়োজিত একটি অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
রাজনৈতিক দলগুলোর ভিন্নমতের বিষয়ে শফিকুল আলম বলেন, “বিভিন্ন দল তাদের নিজস্ব মত প্রকাশ করছে-আমরা এটিকে হুমকি হিসেবে দেখছি না। বরং প্রধান উপদেষ্টা যে পথকে সবচেয়ে উত্তম মনে করবেন, সেটিই অনুসরণ করা হবে।”
নারীর অগ্রগতির প্রসঙ্গেও তিনি বলেন, “স্বৈরাচারবিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানে নারী-পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে লড়েছে। এখন নারীরা আর পিছিয়ে নেই- সমাজের প্রতিটি ক্ষেত্রে তারা নেতৃত্ব ও প্রতিনিধিত্ব করছে।”
এ সময় তিনি আরও জানান, আগামী ১৩ নভেম্বর আদালত শেখ হাসিনার বিচারের তারিখ নির্ধারণ করবেন।
বাংলাধারা/এসআর
