ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

‌‍‘আমার লোক-তোমার লোক’ সংস্কৃতি থেকে বের হতে হবে: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: নভেম্বর ০১, ২০২৫, ০৩:৫৬ দুপুর  

ছবি: সংগৃহিত

রাজনৈতিক দলগুলোকে ‘আমার লোক-তোমার লোক’ সংস্কৃতি থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তাঁর মতে, এই সংস্কৃতি থেকে বের না হতে পারলে দলগুলো গণতন্ত্র ও সুশাসনের পথে অগ্রসর হতে পারবে না।

শনিবার (১ নভেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো কার্যালয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ আহ্বান জানান। প্রথম আলো ও অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতি যৌথভাবে এই বৈঠকের আয়োজন করে। বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।

অধ্যাপক আসিফ নজরুল বলেন, “গত ছয় মাসে দুইজন পুলিশ কর্মকর্তার বদলিকে কেন্দ্র করে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া দুটি বড় দলের শীর্ষ নেতারা আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। একজন বলেছেন, ‘ওনাকে সরাতে হবে’, আরেকজন বলেছেন, ‘ওনাকে সরানো ঠিক হয়নি’। এ থেকেই বোঝা যায়, আমাদের রাজনীতিতে ‘আমার লোক-তোমার লোক’ সংস্কৃতি কতটা গভীরভাবে প্রোথিত।”

তিনি আরও বলেন, “বিএনপি ও জামায়াতসহ বড় দলগুলোকে এই সংস্কৃতি থেকে মুক্ত হতে হবে। একইভাবে ছোট দল কিংবা নতুন উদীয়মান দলগুলোও এই মানসিকতা থেকে মুক্ত নয়। তারা বড় হলে এই ব্যাধিই তাদের গ্রাস করবে, এমন আশঙ্কা রয়েছে।”

গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, সাবেক আইজিপি নুরুল হুদা, পুলিশ সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক শাহনাজ হুদা, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতির সভাপতি এম. আকবর আলী এবং মানবাধিকার কর্মী নূর খান।

এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের এবং পুলিশের অতিরিক্ত আইজিপি কাজী মো. ফজলুল করীম আলোচনায় অংশ নেন।

বৈঠকে বক্তারা রাজনৈতিক সংস্কারে স্বচ্ছতা, প্রশাসনে জবাবদিহি এবং দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রযন্ত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাধারা/এসআর