ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন: প্রস্তুত নির্বাচন কমিশন
প্রকাশিত: নভেম্বর ০১, ২০২৫, ০৪:০১ দুপুর
ছবি: সংগৃহিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে সরকার ও নির্বাচন কমিশন (ইসি) সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকালে পটুয়াখালীর কুয়াকাটায় আয়োজিত দিনব্যাপী কর্মশালার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। কর্মশালার বিষয় ছিল, ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়।’
ইসি আনোয়ারুল ইসলাম বলেন, “সরকার ও নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে, সেই অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। সামাজিক মাধ্যমে নানা ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, কিন্তু এসব নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ ও নির্ভরযোগ্য রাখতে কমিশন বদ্ধপরিকর।”
তিনি আরও বলেন, “দেশের সার্বিক পরিস্থিতি এখন অনেক স্থিতিশীল। নির্বাচনের দায়িত্বে যারা থাকবেন, বিশেষ করে প্রিজাইডিং অফিসাররা, যদি দায়িত্বশীলভাবে কাজ করেন, তাহলে দেশের কোথাও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে বাধা থাকবে না। আমাদের ওপরই দেশের ভালো-মন্দ নির্ভর করছে।”
বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার এবং ইসি সচিবালয়ের উপপ্রধান মুহাম্মদ মোস্তফা হাসান।
কর্মশালায় পটুয়াখালী জেলার আট উপজেলার নির্বাচন কর্মকর্তা এবং সরকারি বিভিন্ন দপ্তরের প্রায় ৬০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। বক্তারা দায়িত্বশীলতা, সমন্বয় ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানান।
বাংলাধারা/এসআর
