ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

গণভোট না হলে নির্বাচন অর্থহীন : জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: নভেম্বর ০১, ২০২৫, ০৮:৩৮ রাত  

ছবি: সংগৃহিত

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন না করলে আসন্ন নির্বাচন অর্থহীন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনে যাত্রাবিরতিকালে শুক্রবার (৩১ অক্টোবর) স্থানীয় সময় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বাংলাদেশে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন না হলে সেই নির্বাচন কোনোভাবেই কার্যকর হবে না। আমাদের অবস্থান খুব পরিষ্কার, গণভোট আগে হতে হবে, না হলে এই নির্বাচন দুই পয়সারও মূল্য রাখে না।”

জামায়াত আমির আরও বলেন, “বাংলাদেশে মানুষ এখন যেখানেই যায়, সেখানে অবিচারের মুখোমুখি হয়। ন্যায়বিচার আজ অধরাই থেকে গেছে। এমন পরিস্থিতিতে এই দেশ ও জাতিকে কেউ আর দেখতে চায় না। আমরাও চাই না দেশ এমন অবস্থায় থাকুক। সবাই মিলে আমরা এই দেশটাকে বদলাব ইনশাআল্লাহ। আল্লাহ যদি সুযোগ দেন, তাহলে কারও প্রতি অবিচার করব না।”

তিনি বলেন, “আমাদের নির্বাচনী ইশতেহারে (ম্যানিফেস্টোতে) এসব বিষয়ে আমরা স্পষ্ট অবস্থান জানাব। তবে এখনই তা প্রকাশ করছি না। নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা আসার আগে আমরা ম্যানিফেস্টোর কোনো অংশ প্রকাশ করব না। কারণ আমরা জাতিকে কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিতে চাই না।”

ডা. শফিকুর রহমান বলেন, “কে কী বলছে বা করছে, সেটা তাদের বিষয়। আমরা আমাদের নীতিতে অটল থাকব। আমাদের লক্ষ্য হচ্ছে এমন একটি বাংলাদেশ গঠন করা যেখানে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে।”

বাংলাধারা/এসআর