আমরা মওদুদী ইসলাম নয়, মদিনার ইসলামের অনুসারী: সালাহউদ্দিন আহমদ
প্রকাশিত: নভেম্বর ০১, ২০২৫, ০৮:৫১ রাত
ছবি: সংগৃহিত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “আমরা মওদুদী ইসলামের অনুসারী নই, আমরা মদিনার ইসলামের অনুসারী। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবারা যে ইসলাম চর্চা করেছেন, আমরা সেই ইসলামের অনুসারী।”
শনিবার (১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ইসদাইরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত ‘আজমাতে সাহাবা’ শীর্ষক সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর নাম উল্লেখ না করে সালাহউদ্দিন আহমদ বলেন, “একটি রাজনৈতিক দল নিজেদের স্বার্থে ইসলামকে ব্যবহার করছে, যাতে করে জাতির মধ্যে বিভাজন সৃষ্টি হচ্ছে। তারা ইসলামকে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করছে। আমাদের এমন বিভ্রান্তি থেকে দূরে থাকতে হবে। বাংলাদেশের ৯০ থেকে ৯২ শতাংশ মানুষ মদিনার ইসলামের অনুসারী, মওদুদী ইসলামের নয়।”
তিনি আরও বলেন, “নির্বাচন সামনে এলেই কিছু মানুষ ইসলামকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে। সাম্প্রতিক সময়েও আমরা এমন প্রবণতা বাড়তে দেখছি। ইসলাম কোনো রাজনৈতিক ব্যবসার উপকরণ হতে পারে না।”
আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, “বিগত ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনার নেতৃত্বে ইসলামবিদ্বেষী রাজনীতি করেছে। তারা আলেম সমাজকে অবজ্ঞা করেছে, ইসলামকে অপব্যাখ্যা দিয়েছে। কিন্তু আল্লাহর হুকুমে তাদের বিদায় ঘটেছে, এটাই ইতিহাস।”
সালাহউদ্দিন আহমদ দেশবাসীর উদ্দেশে বলেন, “আমাদের আদর্শিক রাজনীতির পথে হাঁটতে হবে। ভালো রাজনীতি ও ন্যায়ের চর্চার মাধ্যমেই অপরাজনীতি ও ফ্যাসিবাদকে পরাজিত করা সম্ভব।”
সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা আমীর মুফতি মুনির হোসাইন কাসেমী। প্রধান অতিথি হিসেবে হেফাজতে ইসলামের আমীর শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি। সংগঠনটির মহাসচিব সাজিদুর রহমান অনুষ্ঠানে বক্তব্য দেন।
এছাড়া আরও বক্তব্য রাখেন হেফাজতের খলিল আহমাদ কুরাইশী, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি, হেফাজতের যুগ্ম মহাসচিব নাসির উদ্দিন মনির, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ, বিএনপি নেতা মাসুদুজ্জামান, সাখাওয়াত হোসেন খান ও আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ।
সমাবেশে বিএনপি, হেফাজতে ইসলাম ও জমিয়তের নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
বাংলাধারা/এসআর
