ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

বাংলাদেশ এখন সংকটময় মুহূর্তে, সুষ্ঠু নির্বাচনে সবাইকে দায়িত্ব নিতে হবে: সিইসি

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: নভেম্বর ০৩, ২০২৫, ১২:২৭ দুপুর  

ছবি: সংগৃহিত

বাংলাদেশ এখন এক সংকটময় মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছে, গণতন্ত্রের পথ কোনদিকে যাবে, তা নির্ভর করছে আসন্ন জাতীয় নির্বাচনের ওপর। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীতে আনসার-ভিডিপির ভোটকেন্দ্রের নিরাপত্তা মহড়া ও আনসার সদস্যদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন সিইসি। তিনি বলেন, “আগামী নির্বাচনই নির্ধারণ করবে আমরা গণতন্ত্রের পথে কীভাবে এগোবো। দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কেমন বাংলাদেশ রেখে যাব, এই চিন্তা প্রতিনিয়ত আমাকে ভাবায়। আমি এই দায়িত্বকে চাকরি হিসেবে নয়, বরং এক বিশাল চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।”

তিনি আরও বলেন, “এখনকার পরিস্থিতি এতটাই জটিল যে, শুধু নিয়ম মেনে দায়িত্ব পালন করলে হবে না। আনসার বাহিনীর সদস্যদের দায়িত্ব অনেক। সংখ্যার দিক থেকে এটি সবচেয়ে বড় বাহিনী। তাই তাদের কাজেও নতুনত্ব ও পেশাদারিত্বের ছাপ থাকতে হবে।”

সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হিসেবে রাজনৈতিক দলগুলোর সহযোগিতার গুরুত্ব তুলে ধরে সিইসি বলেন, “কোনো নির্বাচনী ব্যবস্থাই রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সফল হতে পারে না। প্রায় ১০ লাখ মানুষ নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত থাকবেন। তাই সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।”

বিদেশে থাকা ভোটার ও কারাবন্দিদের ভোটাধিকারের বিষয়েও নতুন উদ্যোগের কথা জানান তিনি। সিইসি বলেন, “প্রবাসী এবং জেলখানায় থাকা ভোটারদের জন্য আমরা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশনভিত্তিক ভোটদানের ব্যবস্থা করেছি। আগামী ১৬ নভেম্বর পোস্টাল ব্যালটের অ্যাপটি উদ্বোধন করা হবে। এতে নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তারাও বাড়ি থেকেই ভোট দিতে পারবেন।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য প্রচার রোধে সতর্কবার্তা দিয়ে সিইসি বলেন, “মানুষ এখন যাচাই না করেই তথ্য বিশ্বাস করে ফেলে। এটা খুবই বিপজ্জনক অভ্যাস। কেউ যেন যাচাই ছাড়া কিছু শেয়ার না করে—এ বিষয়ে সবাইকে সচেতন করতে হবে।”

তিনি আরও জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া তথ্য তৈরির প্রবণতা রোধে নির্বাচন কমিশনে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। “কোনো বিষয় সন্দেহজনক মনে হলে সেই সেলে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করা যাবে,” বলেন সিইসি নাসির উদ্দিন।

তিনি শেষে সকল আনসার সদস্যকে উদ্দেশ্য করে বলেন, “আপনাদের ভূমিকা আসন্ন নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালন শুধু কর্তব্য নয়, এটি দেশের গণতন্ত্র রক্ষার অঙ্গীকার।”

বাংলাধারা/এসআর