নির্বাচনে অংশ নিতে পদত্যাগের ঘোষণা অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের
প্রকাশিত: নভেম্বর ০৫, ২০২৫, ০৪:১৭ দুপুর
ছবি: সংগৃহিত
নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বিএনপির মনোনয়ন নিয়ে ঝিনাইদহ-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
বুধবার (৫ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, “আমি ভোট করব। আমি অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেব। বিএনপির কাছে মনোনয়ন চেয়েছি এবং আশা করছি, দল আমাকে মনোনয়ন দেবে।”
তিনি জানান, আপাতত তিনি দায়িত্বে আছেন, তবে সময়মতো পদত্যাগপত্র জমা দেবেন। “যখন সময় আসবে, তখন আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করব,” যোগ করেন তিনি।
জানা গেছে, ঝিনাইদহ-১ আসনে এখনো বিএনপি কোনো প্রার্থী ঘোষণা করেনি। সেই আসন থেকেই প্রার্থী হতে চান অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান।
উল্লেখ্য, অ্যাটর্নি জেনারেল হওয়ার আগে আসাদুজ্জামান ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মানবাধিকার বিষয়ক সম্পাদক। পরে তিনি সেই পদ থেকে পদত্যাগ করে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
রাজনৈতিক মহলে এই ঘোষণাকে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
বাংলাধারা/এসআর
