ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

জামিনে মুক্ত আওয়ামী লীগ নেতারা অপরাধে জড়ালে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: নভেম্বর ০৫, ২০২৫, ০৪:৩১ দুপুর  

ছবি: সংগৃহিত

জামিনে মুক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা যদি পুনরায় অপরাধে জড়ান, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (৫ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি, কৃষি উৎপাদন, সার ও বীজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপরাধমূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।”

গুজব প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আওয়ামী লীগ নানা গুজব ও বিভ্রান্তি ছড়াতে পারে। তাদের এসব অপতৎপরতা প্রতিহত করতে আমরা কঠোর অবস্থানে আছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ালে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকরা যদি সত্য তুলে ধরেন, তাহলে গুজবের প্রভাব অনেক কমে যায়। এজন্য গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “নির্বাচন হবে উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য। জনগণ যদি ভোটমুখী হয়, তাহলে কেউ বিশৃঙ্খলা তৈরি করতে পারবে না। নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করলে কোনো সমস্যা হবে না।”

মাদক, দুর্নীতি ও চাঁদাবাজি দমনে জিরো টলারেন্সের কথা উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “সমাজে এসব অপরাধের বিস্তার বেড়েছে, তবে আমরা কঠোরভাবে এগুলো নিয়ন্ত্রণে কাজ করছি। আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতাও দরকার।”

মতবিনিময় সভায় গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন, মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার জাহিদ হোসেন, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেকসহ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটে কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন সভায় যোগ দেন।

বাংলাধারা/এসআর