ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

দেশের সব সংকট নাটকের অংশ, মানুষ শুধু ভোট দিতে চায়: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: নভেম্বর ০৯, ২০২৫, ০২:৩৫ দুপুর  

ছবি: সংগৃহিত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশের চলমান সংকটগুলো আসলে একেকটি নাটকের অংশ। সাধারণ মানুষ এসব বোঝে না, তারা শুধু ভোট দিতে চায়।’

রোববার (৯ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জগন্নাথপুর ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার দল। আমরা কথায় নয়, কাজে বিশ্বাস করি। মুনাফিকি রাজনীতি বিএনপির আদর্শ নয়।’

তিনি আরও বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট দেশে গণহত্যা হয়েছে। ১৯৭১ সালেও গণহত্যা হয়েছিল। পার্থক্য শুধু এই, একাত্তরে পাকিস্তানিরা স্থানীয় সহযোগীদের নিয়ে গণহত্যা চালিয়েছিল, আর এবার শেখ হাসিনা তার প্রশাসনকে ব্যবহার করে তা করেছে।’

বিএনপি মহাসচিবের অভিযোগ, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, তাই মানুষের কষ্ট তারা বোঝে না। তিনি বলেন, ‘কৃষক তাদের ধানের ন্যায্য মূল্য পায় না, শাকসবজির দাম মেলে না, হিমাগারে আলু বিক্রি ছাড়াই পড়ে আছে। আবার সারও পায় না সময়মতো। বিএনপি ক্ষমতায় গেলে এই সব সমস্যার স্থায়ী সমাধান করা হবে।’

নারীদের ক্ষমতায়ন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি সরকারে এলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে তারা ন্যায্যমূল্যে চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন। কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়া হবে, যাতে তারা উৎপাদন উপকরণ ও সহায়তা পেতে পারে সহজে।’

তিনি বলেন, ‘গণভোট হবে নির্বাচনের দিনেই। জনগণ আসলে এসব জটিল গণভোট-সনদ বোঝে না, এটা শিক্ষিত ও প্রশাসনিক স্তরের বিষয়। আমরা সংস্কারে রাজি, কিন্তু যেসব সিদ্ধান্ত সংসদে জনগণের স্বার্থের পরিপন্থী হবে, তাতে বিএনপি রাজি নয়।’

নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, ‘ধানের শীষ আর দাঁড়িপাল্লার মধ্যে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে। এটা আমার শেষ নির্বাচন। আমার শক্তি যতদিন থাকবে, ততদিন মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাব। আমার শেষ নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিয়ে সহযোগিতা করবেন।’

সভায় জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এসআর