ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

একনেক সভায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প অনুমোদনের আলোচনায় প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০১:৪৩ দুপুর  

ছবি: সংগৃহিত

ঢাকার আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১০ নভেম্বর) পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ২০২৫-২৬ অর্থবছরের পঞ্চম একনেক সভা।

সভায় দেশের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতের বেশ কয়েকটি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। এসব প্রকল্পের মধ্যে রয়েছে মানিকগঞ্জ ও সাতক্ষীরা জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কিশোরগঞ্জ ও নেত্রকোণা জেলার হাওর এলাকায় ক্ষুদ্র সেচ ব্যবস্থাপনার উন্নয়ন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে একটি করে ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্প।

এছাড়া ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতার জন্য নির্মাণ প্রকল্পের (তৃতীয় পর্যায়, প্রথম সংশোধিত) কাজ এবং সমাপ্ত চতুর্থ সেক্টর কর্মসূচির আওতায় পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য এবং প্রজনন স্বাস্থ্যসেবার অসমাপ্ত কার্যাবলী বাস্তবায়নের উদ্যোগও আলোচনায় আসে।

সভায় আরও আলোচিত হয় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, নিপোর্ট এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের চলমান কার্যক্রমের অগ্রগতি। পাশাপাশি ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় ‘বি’ টাইপ অফিসার্স কোয়ার্টার নির্মাণ, নড়াইল-কালিয়া মহাসড়কের নবগঙ্গা নদীর ওপর কালিয়া সেতু নির্মাণ (দ্বিতীয় সংশোধিত), ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন এবং টাঙ্গাইলের বিসিক শিল্পপার্ক (তৃতীয় সংশোধিত) প্রকল্পও সভার আলোচ্যসূচিতে ছিল।

সভায় পরিকল্পনামন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও প্রকল্প পরিচালকেরা উপস্থিত ছিলেন। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, “উন্নয়ন প্রকল্পগুলো যেন সরাসরি মানুষের জীবনমান উন্নয়নে প্রভাব ফেলে, তা নিশ্চিত করতে হবে। অবকাঠামোর পাশাপাশি সেবার মান বৃদ্ধিই হবে আমাদের মূল লক্ষ্য।”

বাংলাধারা/এসআর