জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা, সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০২:৩১ দুপুর
ছবি: সংগৃহিত
সুপ্রিম কোর্ট ও এর আশপাশের সংবেদনশীল এলাকায় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রশাসন।
রোববার (৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) ড. মো. আতিকুস সামাদের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্ট দেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ স্থান, যেখানে প্রধান বিচারপতি ও হাইকোর্ট-আপিল বিভাগের বিচারপতিরা গুরুত্বপূর্ণ মামলার শুনানি পরিচালনা করেন। এ ছাড়া আদালতে সংরক্ষিত রয়েছে কয়েক লাখ মামলার নথি ও গুরুত্বপূর্ণ দালিলিক প্রমাণ। সম্প্রতি লক্ষ্য করা গেছে, সুপ্রিম কোর্টের মালিকানাধীন জাতীয় ঈদগাহ মাঠ এবং প্রধান বিচারপতির প্রবেশপথ সংলগ্ন এলাকায় বহিরাগত ও অপরিচিত ব্যক্তিদের আনাগোনা বেড়েছে। বিষয়টি আদালত ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তার জন্য সম্ভাব্য ঝুঁকি তৈরি করছে।
এ অবস্থায় সুপ্রিম কোর্ট কম্পাউন্ড, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এবং বার ভবন এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শুধুমাত্র অনুমোদনপ্রাপ্ত ব্যক্তিরাই উক্ত এলাকায় প্রবেশ করতে পারবেন।
আইন সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে, আসন্ন মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে কেন্দ্র করে এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জুলাই-আগস্টে সংঘটিত ওই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়েছে। ধারণা করা হচ্ছে, এ মাসের ১৩ তারিখে এ মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ হতে পারে।
এমন পরিস্থিতিতে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সুপ্রিম কোর্ট প্রশাসন পুরো এলাকা ঘিরে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখছে।
বাংলাধারা/এসআর
