ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

১৩ নভেম্বরকে ঘিরে সর্বোচ্চ সতর্কতা : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০২:৩৩ দুপুর  

ছবি: সংগৃহিত

আগামী ১৩ নভেম্বরকে সামনে রেখে সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন সম্পূর্ণ প্রস্তুত এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “১৩ নভেম্বরকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। কেপিআই এলাকাগুলোর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ে প্যাট্রোলিং বৃদ্ধি, খোলা তেল বিক্রিতে নিষেধাজ্ঞা ও অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “যে কেউ সন্দেহজনক কিছু দেখলে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন। আমরা চাই, নাগরিক সহযোগিতার মাধ্যমে সবাই মিলে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে।”

জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন শক্ত অবস্থানে আছে এবং কোনো ধরনের নাশকতা বা অস্থিরতা তৈরি হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। কোনো আতঙ্কের কারণ নেই। নির্বাচনের প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে, সবকিছু সন্তোষজনকভাবে এগোচ্ছে।”

তিনি আরও জানান, নির্বাচনের আগে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হলে একটি মহড়া পরিচালনা করা হবে, যাতে মাঠপর্যায়ের বাহিনী কার্যক্রমে আরও দক্ষতা অর্জন করতে পারে।

বাংলাধারা/এসআর